top of page
Search

ওয়াশিংটনে ২১ অক্টোবর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

wvcfinc

ওয়াশিংটন বৈদিক কালচারাল ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে শ্রী শ্রী দুর্গাপূজা। আগামী ২১ অক্টোবর ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের ক্রেস্টউড ইলেমেন্টারি স্কুল অডিটোরিয়ামে এক দিনব্যাপী চলবে এই আনন্দ আয়োজন।


আয়োজকদের প্রধান তপন দত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেবী দুর্গা বরণ করার শুভ লগ্ন এবারের অনুষ্ঠান হবে সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি ও ভাবগাম্ভীর্য বজায় রেখে।


তপন দত্ত বলেন, পূজা অর্চনার পাশাপাশি থাকবে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও সন্ধ্যা আরতি-মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈদিক কালচারাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আরও থাকবে আগতদের জন্য মধ্যাহ্নভোজ ও নৈশভোজ।


তিনি বলেন, আসুন আমরা এই মেট্রো ওয়াশিংটন এলাকার সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে একত্রিত হয়ে অনুষ্ঠান উপভোগ করি। পাশাপাশি বিশ্ব মানবতার জন্য প্রার্থনা করি।

 
 

Comments


bottom of page